সময়টা একদমই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। একে তো দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে খেলতে হচ্ছে বাছাই পর্ব, তার উপর প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরেছে নিকোলাস পুরানের দল। বুধবার সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
হোবার্টের বেলেরিভ ওভালে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে টস জিতে শুরতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে পরিবর্তন এনেছে তাদের একাদশে। ইনজুরির কারণে অধিনায়ক ক্রেগ আরভিনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জিম্বাবুয়েকে। তার পরিবর্তে একাদশে এসেছেন টনি মায়োঙ্গা আর ম্যাচে রাজাদের নেতৃত্ব দিবেন রেগিস চাকাভা।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জংউয়ে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস, মায়োঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, এভিন লুইস, জনসন চার্লস, শামার ব্রুকস, নিকলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।