রাজধানীর খিলক্ষেতে সড়কে হাঁটার সময় প্রাইভেট কারের ধাক্কায় বাবু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের শিশু শুভ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিন জনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।
এসময় কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও সন্তান ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরো বলেন, আমরা গাড়িটি আটক করতে পারিনি। আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহে বলে জানান এই কর্মকর্তা।