১০ অক্টোবর সোমবার ২২ খ্রি. হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কয়েকটি সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের ক্যাশ মেমো সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা, নবীগঞ্জ কর্তৃক দাখিলকৃত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় ০৩টি প্রতিষ্ঠানকে (১। নবীগঞ্জ বীজঘর কে ৫০০০/ টাকা, ২। মেসার্স চিত্তরঞ্জন স্টোর কে ২০০০/ টাকা, ৩।
মেসার্স চক্রবর্তী স্টোর কে ২০০০/ টাকা) মোট ৯০০০/ টাকা জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ সময় নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলায় চাহিদানুযায়ী সারের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।