চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে মো. সোলাইমান (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোলাইমানের গ্রামের বাড়ি বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায়। তার বাবার নাম আবুল কালাম বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, গতকাল (সোমবার) থেকে সোলাইমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর আজ (মঙ্গলবার) তার মরদেহ পাওয়া যায়।