৫ ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় মানবকল্যাণ পদক। এরমধ্যে ২০২০ সালের জন্য ৩ এবং ২০২১ সালের জন্য ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, ২০২০ সালের জন্য প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সুরক্ষায় আব্দুল জব্বার জলিল, প্রতিবন্ধীদের কল্যাণে বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ও মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমের জন্য খুলনা জেলা প্রশাসন এ পদক পাচ্ছেন।
অন্যদিকে, ২০২১ সালের জন্য বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতার কল্যাণে বিশ্ব মানব সেবা সংঘ, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সুরক্ষায় বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, প্রতিবন্ধীদের কল্যাণে এসপায়ার টু ইনোভেইট (এটুআই) প্রোগ্রাম, আইনের সংঘাতে জড়িত শিশু নিরাশ্রয়ের কল্যাণে আকবরিয়া লিমিটেড এবং মানবকল্যাণে ইতিবাচক কার্যক্রমে বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পদক পাচ্ছে।