নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু লাবনী (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রোববার (১ জানুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, রূপগঞ্জে থেকে বিস্ফোরণের দগ্ধ শিশু লাবনী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। সে আইসিইউর ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ১৭ ডিসেম্বর একই পরিবারের চারজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে ভর্তি হয়। বাকি তিনজনের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।