সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন। শনিবার (৩১ ডিসেম্বর) ৯৫ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসভবনে মারা যান খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরুপোপ ষোড়শ বেনেডিক্ট।
প্রায় এক দশক আগে শারীরিক অসুস্থতার কারণে খ্রিষ্টানদের এই ধর্মগুরু পদত্যাগ করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৩ সালে পদত্যাগের আগে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রায় আট বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছিলেন। পোপদের পদত্যাগের ঘটনা খুবই কম। ১৪১৫ সালে পোপ গ্রেগরি দ্বাদশের পর বেনেডিক্টই ছিলেন পদত্যাগকারী প্রথম পোপ।