স্বপ্নের মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে উত্তরা থেকে আগারগাঁও এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা ৫৩ মিনিটে তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে রওনা দিয়ে ২টা ১০ মিনিটে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছান।
প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন আসার আগে আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায়। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি ধাপে এগিয়ে নিতে পারলাম। যার নাম মেট্রোরেল।