হবিগঞ্জে ২৭ শে ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও খোর্শেদনগর হাই স্কুলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব), জেলা পরিষদ, হবিগঞ্জ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, হবিগঞ্জ এবং সাংবাদিক মোঃ আলমগীর খান, জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন।
মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুজ জাহের, উপাধ্যক্ষ(অবঃ), হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ৷ অনুষ্ঠানের শুরুতে প্রথমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্নসম্বলিত লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ পরে আলোচনা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়৷
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কাজী মনজু মিয়া এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবন চৌধুরী, জেলা তথ্য অফিসার, হবিগঞ্জ।