বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে অবস্থিত দত্তনগরের ৫টি খামারের ডিডি সাহেবরা ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অমান্য করে ডিডিদের ব্যাক্তিগত নিয়মনীতিতে খামার পরিচালনা করে আসছে। ‘শ্রমিক নীতিমালা ২০১৭’ অনুযায়ী ৬০ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কোনো ভাবেই কাজ করতে পারবে না। ডিডিরা জেনে বুঝে ২০১৭ সালের নীতিমালা অমান্য করে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে ৩০ই জুন ২০২৫ সাল পর্যন্ত কাজ করিয়ে আসছে। জুলাই ২০২৫ থেকে নতুন শ্রমিক নীতিমালা অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না ডিডিরা। ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিকরা কাজ করতে পারবে না শ্রমিক নীতিমালায় উল্লেখ আছে কিন্তু ডিডিরা ব্যাক্তিগত নিয়মনীতিতে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত কাজ করিয়ে আসছেন। গত ১৫/০৪/২০২৫ খ্রিঃ অর্থ মন্ত্রণালয় সারা বাংলাদেশের সকল শ্রমিকদের জন্য একটি জাতীয় শ্রমিক নীতিমালা করেছেন। নতুন শ্রমিক নীতিমালা জারি হওয়ার পর বিএডিসির প্রতিটি বীজ উৎপাদন খামার কে ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য বিএডিসির খামার বিভাগের অতিরিক্ত মহা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, গত ২৫/০৫/২০২৫ খ্রিঃ তারিখে ১২.০৬.০০০০.১৭২.৯৯.০৩৬.২৪.১৪৯৫/২৫ নং স্বারকে একটি নির্দেশনা প্রদান করেন। কাগজ কলমে শ্রমিক নীতিমালা ২০২৫ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার কথা বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডিডিরা বললেও স্বরজমিনে যেয়ে দেখা যায় যে পূর্বের মতো ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক সহ সকল শ্রমিকরা মাসে ৩০দিন নিয়মিত কাজ করছে। শ্রমিক নীতিমালা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডিডিদের ব্যাক্তিগত নয়া কৌশলে একজন শ্রমিক বাস্তবে ৩০ দিন কাজ করছে। যেসব শ্রমিকরা মাসে ৩০ দিন কাজ করছে তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা দেখানো হচ্ছে ২২দিন বাকি ৮দিনের হাজিরা ঐ শ্রমিকের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে না তাদের নামে ৮দিনের হাজিরা করে টাকা তুলে দিচ্ছে ডিডিরা। অত্র খামারের তালিকাভুক্ত কর্মরত ৫৮ বছরের ঊর্দ্ধে ৬০-৭০ বছরের বয়স্ক শ্রমিকদের দিয়ে এখন পর্যন্ত নিয়মিত কাজ করিয়ে যাচ্ছে ডিডিরা। বাস্তবে ৫৮ঊর্দ্ধ বয়স্ক শ্রমিকরা কাজ করছে কিন্তু তাদের নিজ নামে কাগজ কলমে হাজিরা না করে বয়স্ক শ্রমিকদের ছেলে, নাতি, পুতি, ভাই, ভাতিজা ও আত্ত্বীয় স্বজন যারা খামারে কাজ করে না তাদের নামে কাগজ কলমে হাজিরা দেখিয়ে তাদের নামে নতুন করে ব্যাংক হিসাব খুলে জুলাই ২০২৫ থেকে প্রতি মাসে বয়স্ক শ্রমিকদের মুজুরির টাকা তুলে দিচ্ছে ডিডিরা। এই বিষয় নাম প্রকাশ না করার শর্তে অত্র ৫টি খামারের কর্মচারিরা বলেন যে, ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অন্যান্য খামার মেনে চললেও আমাদের খামারের ডিডিরা মেনে চলছে না। অত্র ৫টি খামারের ৫৮ বছরের ঊর্দ্ধে শ্রমিকরা এখনও বাস্তবে কাজ করছে এবং তাদের নামে হাজিরা হচ্ছে। এই বিষয়ে অত্র খামারের ডিডিদের সাথে কথা বললে তারা বলেন যে, আমাদের খামারে ৫৮ বছরের ঊর্দ্ধে বয়স্ক শ্রমিক খুব একটা বেশি নেই, হাতে গুণা যে কয়েকটা আছে তাদের খামারে না আসতে বলেছি, তারা যেকোনো সময় খামারে আসা বন্ধ করে দিবে। ডিডিদের এই বক্তব্য প্রমাণিত হয় যে, ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ অনুযায়ী দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামার গোকুলনগর, পাথিলা, মথুরা, করিঞ্চা ও কুশাডাঙ্গার ডিডি সাহেবরা ‘শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না।
সংবাদ শিরোনাম ::
দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামারের ডিডিরা শ্রমিক নীতিমালা ২০২৫’ মানছে না
-
বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৫:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















