প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে এক টুইট বার্তায় ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় ফার্নান্দেজ লিখেছেন, ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে।
এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধুকন্যার চিঠির জবাবে তিনি এ ধন্যবাদজ্ঞাপন করেন।