বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) চিত্রাঙ্কন এ প্রতিযোগিতায় হোটেলটির সেলিব্রেশন হলে, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় দুইশ প্রতিযোগী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা, অভিব্যক্তি এবং প্রতিভার বিকাশ করতে পারে।
প্রতিযোগীদের (এ গ্রুপ ও বি গ্রুপ) মোট দুটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০টা থেকে, যার সময়সীমা ছিল এক ঘণ্টা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় দুপুর সাড়ে বারোটায়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঢাকা রিজেন্সির এক্সেকিউটিভ ডিরেক্টর শাহীদ হামিদ এফ আই এইচ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান, পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ ইরা মাসুক এবং প্রধান অতিথি বাংলাদেশি ভাস্কর শামীম শিকদার।
এ ইভেন্টে স্পন্সর ছিল কোকাকোলা লিমিটেড, বম্বে সুইটস লিমিটেড, ইগলু আইস ক্রিম এবং গিফট পার্টনার।