আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর ছয়টি জাহাজ পরিদর্শন করতে পারবেন সাধারণ জনগণ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ও শুক্রবার (১৬ ডিসেম্বর) এই ছয়টি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাচিত জাহাজসমূহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশালে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
ঢাকার বিআইডব্লিউটিএ সদর ঘাটে বানৌজা অদম্য, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ স্কিড ঘাটে বানৌজা চিত্রা, মোংলার দিগরাজ নেভাল জেটিতে বানৌজা করতোয়া ও বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা যমুনা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।