ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন কিছুদিন আগে বিশ্বকাপ নিয়ে বেফাঁস মন্তব্য করে ট্রলের মুখে পড়েন। আবারও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। হিজাব বিতর্ক নিয়ে সরব হয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে মরক্কো। প্রথমবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস তৈরি করেছে। দুর্দান্ত খেলে তাক লাগিয়ে দিয়েছে এই দল। শুধু তাই নয়, প্রথম আফ্রিকান দল হিসেবে তারাই সেমিফাইনালে পৌঁছেছে। এই দলেরই তারকা ফুটবলার আশরাফ হাকিমি। এবার তাকে ও তার স্ত্রীকে নিয়ে টুইট করেছেন তসলিমা নাসরিন।
টুইটারে আশরাফ হাকিমি ও তার স্ত্রী হিবা আবুকের ছবি পোস্ট করে তসলিমা লিখেছেন, ‘মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ও তার স্ত্রী। তারা মুসলিম তবুও তার স্ত্রী হিজাব বা বোরখা পরে নেই।’
এরপরই তসলিমার এই টুইট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভাইরালও হয়ে গেছে সেই পোস্ট। এই বিষয়ে বলে রাখা ভালো, আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুক একজন মডেল। মডেল হিসেবে তার বেশ নাম ডাক রয়েছে।