চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
বিষয়টি দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফিরোজ মিয়া।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিএম ডিপোর ভেতরে একটি শেডে আগুন লেগেছে। আগুন নির্বাপনে আমরা কাজ করছি। এরইমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ও পরে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ।