ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় লটারীর মাধ্যমে সরকারী বরাদ্ধ সুষম বন্টন

কেউ পাবে তো কেউ পাবে না, এমনটা আর হবে না’ এমন উদ্দেশ্যে কুমিল্লার চান্দিনায় সকল জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের সভা কক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ সকল জনপ্রতিনিধিদের মাঝে সুষম বন্টনের লক্ষ্যে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় লটারির মাধ্যমে পৌর মেয়র, কাউন্সিলর এবং সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বারদের মাঝে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচী বিতরণের তালিকা নির্ণয় করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, যারা আমার কাছে থাকবেন তারাই শুধু এলাকার উন্নয়নের নামে বরাদ্দ পাবেন তা মোটেও মেনে নেওয়া যায় না। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সকলেই জনপ্রতিনিধি।

উপজেলা পর্যায়ে যেসব সরকারি অনুদান আসে সেগুলো সারা বছরে তিনটি পর্যায়ে আসে। তাই আমরা আজ লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে ৩টি পর্যায়ে জনপ্রতিনিধিদের বাছাই করেছি। তারা পর্যায়ক্রমে সকল বরাদ্দ পাবেন। প্রথম পর্যায়ে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ লটারি বিজয়ী প্রথম পর্যায়ের জনপ্রতিনিধিদের মাধ্যেই বন্টন হবে।

পরবর্তীতে পর্যায়েক্রমে বাকিরাও বরাদ্দ পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) দেবেশ চন্দ্র দাস এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌর সভার সকল কাউন্সিলর, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় লটারীর মাধ্যমে সরকারী বরাদ্ধ সুষম বন্টন

আপডেট সময় ০১:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

কেউ পাবে তো কেউ পাবে না, এমনটা আর হবে না’ এমন উদ্দেশ্যে কুমিল্লার চান্দিনায় সকল জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের সভা কক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ সকল জনপ্রতিনিধিদের মাঝে সুষম বন্টনের লক্ষ্যে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় লটারির মাধ্যমে পৌর মেয়র, কাউন্সিলর এবং সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বারদের মাঝে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচী বিতরণের তালিকা নির্ণয় করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, যারা আমার কাছে থাকবেন তারাই শুধু এলাকার উন্নয়নের নামে বরাদ্দ পাবেন তা মোটেও মেনে নেওয়া যায় না। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সকলেই জনপ্রতিনিধি।

উপজেলা পর্যায়ে যেসব সরকারি অনুদান আসে সেগুলো সারা বছরে তিনটি পর্যায়ে আসে। তাই আমরা আজ লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে ৩টি পর্যায়ে জনপ্রতিনিধিদের বাছাই করেছি। তারা পর্যায়ক্রমে সকল বরাদ্দ পাবেন। প্রথম পর্যায়ে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ লটারি বিজয়ী প্রথম পর্যায়ের জনপ্রতিনিধিদের মাধ্যেই বন্টন হবে।

পরবর্তীতে পর্যায়েক্রমে বাকিরাও বরাদ্দ পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) দেবেশ চন্দ্র দাস এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌর সভার সকল কাউন্সিলর, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।