মুক্তি পেয়েছে কাজলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সালাম ভেঙ্কি’। শুক্রবার (৯ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পরপরই দর্শক ও সমালোচক, উভয়ের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘সালাম ভেঙ্কি। ’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পজিটিভ পর্যালোচনা চলছে ‘সালাম ভেঙ্কি’ নিয়ে।
এবার সেই দলে যোগ দিলেন দক্ষিণের সবচেয়ে বড় সুপারস্টার চিরঞ্জীবী। চিরঞ্জীবী রেবতীর সর্বশেষ ফিল্ম ‘সালাম ভেঙ্কি’র প্রশংসা করে একটি টুইট বার্তা প্রকাশ করেছেন। সিনেমাটির তারকাদের প্রশংসা করে টুইটারে একটি নোট লিখেছেন মেগাস্টার। এছাড়া পরিচালক রেবতীর সম্পর্কেও তিনি বলেছেন, “রেবতী অসাধারন একজন পরিচালক। বিশেষত নারী পরিচালকদের জন্য তিনি এখন অনুপ্রেরণা। ”
সিনেমাটির অভিনেতাদের প্রশংসা করে চিরঞ্জীবী লিখেছেন, “কাজল দুর্দান্ত ছিল। আমার ভাই প্রকাশ রাজ, প্রিয়মণি, রাহুল বোস এবং তরুণ অভিনেতা বিশাল জেঠওয়া যেভাবে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন, সে সম্পর্কে শুধু প্রশংসা শুনেছি। ‘সালাম ভেঙ্কি’র প্রশংসায় পঞ্চমুখ সকলে। রেবতী, তুমি শক্তির আধার! তোমার এমন সাহসী এবং প্রাসঙ্গিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ অন্য সকল পরিচালক ও নারী পরিচালকদের অনুপ্রাণিত করবে । এই সাহসী প্রচেষ্টার অংশ হওয়ার জন্য আমার প্রিয় বন্ধু আমির খানকেও অভিনন্দন। ”
‘সালাম ভেঙ্কি’তে কাজল ও বিশাল জেঠওয়া
কোলাভেন্নু ভেঙ্কটেশের বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে নির্মিত সালাম ভেঙ্কি। ভেঙ্কটেশ ‘ডুচেন পেশীবহুল ডিস্ট্রোফি’তে আক্রান্ত ছিলেন। তার সাথে সাক্ষাতের কথা স্মরণ করে চিরঞ্জীবী লিখেছেন, “খুব মনে পড়ে ছেলেটির কথা। আমি বাস্তব জীবনের ভেঙ্কির সাথে স্বল্প সময়ের জন্য দেখা করেছিলাম। কয়েক বছর আগে অ্যাপোলো হাসপাতালে সে এই ব্যাধিতে মারা যাওয়ার আগে আমাদের দেখা হয়। ভেঙ্কটেশ আমার একজন শুভাকাঙ্খী ছিলেন জেনে মনটা খারাপ হল আমার। ”
রেবতী ও কাজল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার নির্মাতা রেবতী ‘সালাম ভেঙ্কি’ পরিচালনা করেছেন। এতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন বিশাল জেঠওয়া, যিনি ‘মার্দানি-২’ সিনেমায় রানী মুখার্জির বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। ‘সালাম ভেঙ্কি’-এ আরো রয়েছেন রাহুল বোস, অহনা কুমরা, প্রকাশ রাজ, প্রিয়া মণি, ঋদ্ধি কুমার, অনীত পাদ্দা, জয় নীরজ, মালা পার্বতী এবং কমল সদনা। জীবনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একজন মায়ের একটি অবিশ্বাস্য গল্পে নির্মিত ‘সালাম ভেঙ্কি’ ৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।