নতুন ছবি প্রচারের জন্যে তারকারা এখন ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করছেন। ভারতের মুম্বাইয়ের টেলিভিশন অভিনেত্রী হিনা খান নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ওয়েব সিরিজের টিজার শেয়ার করে লেখেন, প্রতারণাই একমাত্র সত্য যা স্থায়ী হয়। এরপরেই শুরু হয় গুঞ্জন। তবে কি হিনা খানের বিচ্ছেদ হয়ে গেছে।
এই ধারণা একেবারেই ভুল। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো তাণ্ডব শুরু হয়ে যায়। নেটিজেনদের দাবি, হিনাও গায়িকা নেহা কক্করের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাই হিনাও তাঁর ভক্তদের ধোঁকা দিতে শিখে গেছেন।
আসলে হিনা জানেন যে, ‘কীভাবে প্রচারের আড়ালে ভক্তদের আবেগনিয়ে খেলা যায়, হিনার পোস্ট ঘিরে অভিনেত্রীর ব্রেকআপ নিয়ে গুঞ্জন। কিন্তু ফল হলো অন্য কিছু। হিনার বিচ্ছেদ হয়নি। সত্য প্রমাণিত হতেই ভক্তরা হিনাকে কটাক্ষ করতেও ছাড়লেন না। ’
হিনা পোস্টে লিখেছিলেন,‘যে আপনাকে প্রতারণা করেছে তাঁকে অন্ধভাবে বিশ্বাস করার জন্য নিজেকে ক্ষমা করতে ভুলবেন না। কখনও কখনও একটি ভাল হৃদয় খারাপ জিনিস দেখতে পারে না। ’
প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে দিব্য প্রেম করছেন হিনা, এখনও তাঁরা একসঙ্গে। কিন্তু তাও এ ধরণের রহস্যজনক পোস্ট কেন করলেন তিনি? আসলে সবটাই প্রচারের স্বার্থে। দর্শকদের নজর কাড়তে হিনা তাঁর নতুন প্রজেক্টর বিষয়ে এসবই জানিয়েছেন। আসছে হিনার নতুন ওয়েবসিরিজ, ‘ষড়যন্ত্র’।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার টিজার। একেবারে রহস্যে মোড়া এই ওয়েবসিরিজের টিজার শেয়ার করেই অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রতারণার সত্য সামনে আসবেই। হিনা ছাড়াও টিজারটি শেয়ার করেছেন তাঁর প্রেমিকও। নতুন প্রজেক্টের প্রচারের জন্য এসব করে বেড়াচ্ছেন অভিনেত্রী। ’
সিরিজে হিনা খানের সঙ্গে দেখা যাবে কুনাল রায় কাপুর, চন্দন রায়কেও। হিনার এই পোস্ট দেখেই ভক্তরা বিরক্ত হয়ে হিনার জন্য চিন্তিত হতে শুরু করেন।