ভারতের গুরুত্বপূর্ণ প্রদেশ গুজরাটের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গুজরাটে গত ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথ ফেরত জরিপে দেখা গেছে এ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে বিজেপি।
সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, গত দুই দশকের মধ্যে প্রদেশটিতে সবচেয়ে বড় জয়ের পথে রয়েছে হিন্দু জাতীয়তাবাদী দলটি। এছাড়া হিমাচল প্রদেশেও জয় পেতে যাচ্ছে তারা।
অন্যদিকে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে জয় পাওয়ার পথে রয়েছে অরভিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। অন্তত চারটি বুথ ফেরত জরিপের পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে কেজরিওয়ালের দলের ক্ষমতা আরও পাকাপোক্ত হচ্ছে। কিন্তু গুজরাটে তারা সুবিধা করতে পারেনি। এ প্রদেশে সর্বোচ্চ আসন পাওয়ার তালিকার তৃতীয়স্থানে থাকতে পারে তারা।
বুথ ফেরত জরিপের তথ্য অনুযায়ী, গুজরাটের বিধানসভার ১৮২টি আসনের মধ্যে বিজেপি পাবে ১৩২টি আসন। কংগ্রেস পাবে ৩৮টি আসন। অপরদিকে এএপি আটটি আসনে জয় পেতে পারে। এতে করে ২০০২ সালের দাঙ্গার পর এখানে সবচেয়ে বড় জয়ের দ্বারপ্রান্তে আছে মোদির দল।
২০১৭ সালে গুজরাটের বিধানসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়েছিল বিজেপি। সেবার কংগ্রেস পেয়েছিল ৭৭ আসন। কিন্তু এবার গুজরাটের নির্বাচনে মনোযোগ দেওয়ার বদলে ভারত জড়ো আন্দোলনে বেশি সময় দিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। যার প্রভাব পড়েছে নির্বাচনে।
অপরদিকে হিমাচল প্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। বুথ ফেরত জরিপ বলছে, মোদির দল এখানে ৬৮টি আসনের মধ্যে ৩৫টিতে জয় পাবে। কংগ্রেস পাবে ২৯টি আসন। এরমাধ্যমে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিজেপি।
গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধান সভার নির্বাচনের ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফলাফল পাওয়া যাবে বুধবার