চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় একটি দোকান আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতী মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৫২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ