নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আছান মিয়া (৫০) নামে প্রাণ কোম্পানির ড্রাইভার নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশালে এ ঘটনা ঘটে। নিহত আছান মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সাড়ে দশটার দিকে মোটরসাইকেল করে তিনজন দুর্বৃত্ত এসে গুলি করে আছান মিয়াকে পরে তারা পালিয়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে পূর্বের শত্রুতার কারনে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয় নাই। মামলা করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর পলাশে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
-
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৩:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ৫২৪ বার পড়া হয়েছে