আজ রোজ শনিবার ১২ এপ্রিল ২০২৫ ইং সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের রাজবাড়ী মেইন গেইটে পশ্চিম পাশে নিছা
সানবি মডেল একাডেমি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় গুণীজন কূতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাক্তার বিধান চন্দ্র রায় বর্ধমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিছা সানবি মডেল একাডেমি এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন- শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর, কাইতলা আলীম উদ্দিন জুবেদা অনার্স কলেজের বিদ্যুৎ শাহী সদস্য সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব।
উদ্বোধক হিসেবে ছিলেন লায়ন মোহাম্মদ জহিরুল আলম সাগর বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক চারগাছ।
প্রধান মেহমান হিসেবে ছিলেন -ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসাইন রাউজক ঢাকা।
আমন্ত্রিত গুণীজন-
এম এ মজিদ -বাংলাদেশ বিমান বাহিনী মাস্টার ওয়ারেন্ট সিনিয়র অফিসার অবসরপ্রাপ্ত।
সৈয়দ মোহাম্মদ মহসিন সভাপতি -কাইতলা আলীম উদ্দিন জুবেদা অনার্স কলেজ। এম এ হাসান প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত অন্নদা গার্লস স্কুল ব্রাহ্মণবাড়িয়া।
মোঃ আবু জাহের অধ্যক্ষ কাইতলা আলীম উদ্দিন জুবেদা অনার্স কলেজ।
সৈয়দ আজিজুল ইসলাম খোকন – সভাপতি কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়।
মোঃ এনামুল হক প্রধান শিক্ষক কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়।
সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদ – সভাপতি কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি।
মোঃ হেফজুল বাহার সভাপতি উপজেলা প্রেসক্লাব।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, সোহরাব উদ্দিন কালাম, মোঃ সাবির আহমেদ রায়হান, আমিরুল ইসলাম দুলাল , গোলাম কিবরিয়া, মোহাম্মদ লুৎফুর রহমান, মোহাম্মদ টিপু সুলতান, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ রউশন আলী , মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা,
এস এম শাহাবুদ্দিন, আব্দুল হাদী, মোছাম্মৎ জুলেহা আক্তার, মোঃ রাসেল আহমেদ, মোছাম্মৎ লাভলী আক্তার, মোসাম্মৎ হাসিবা আক্তার হ্যাসি।
প্রধান পুষ্প পোষক –
আবু ছায়েদ রনি অধ্যক্ষ নিছা সানবি মডেল একাডেমি।
স্থান -নিছা সানবি মডেল একাডেমি।
যৌথ সঞ্চালনে ছিলেন সূরাব উদ্দিন কালাম ও উজ্জল হোসেন জীবন।
এছাড়া আরোও
উপস্থিত ছিলেন অত্র নিছা সানবি মডেল একাডেমি শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তি বর্গ আমন্ত্রিত মেহমানগণ, আপামুর জনসাধারণ ইলেকট্রনিক্স প্রিন্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ্য।
নিছা সানবি মডেল একাডেমি বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় সংবর্ধনা অনুষ্ঠিত
-
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
- আপডেট সময় ০৭:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে