ফরিদপুর জেলার সালথা থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এখানে উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম অসাধারণ জনগণ সহ দুই বারের সফল ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ, যুবদল নেতা মোঃ মেরাল হোসাইন ও যুবদল নেতা মোঃ এনায়েত হোসেন সহ সারা দেশ থেকে আসা সারা দেশ থেকে আসা মমিন মুসলমানগণ এ সময় দাবি তোলেন ইজরাইলকে যেন কোন ধরনের অস্ত্র সরবরাহ না করেন আমেরিকা সহ তার মৃত্যু দেশ রা এ সময়ে আরো বলেন ইজরায়েলের যত রকম পণ্য আছে সবকিছুকে আজ থেকে বয়কট ঘোষণা করা হলো এমনকি বাজার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে বিক্ষোভকারীরা বলে দিয়েছেন আজকাল দুজনের মধ্যে আপনাদের ঘর থেকে ইজরায়েল পণ্য
সরিয়ে ফেলবেন আর তা না হলে দুদিন পর থেকেই আমরা যার ঘরে পাবো ফ্রিজসহ ভেঙ্গেচুরে তছনছ করে ফেলব কিন্তু এসব কথা বলেন স্থানীয় জনগণ তারাও বলেন আজ ইসরাইল মুসলমানদেরকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে আমরা কিন্তু মনে করলে ধ্বংস করে দিতে পারি কিন্তু না আমরা একে অপরের ভাই তাই আমরা কারো ক্ষতি চাই না এ সময় বক্তারা আরো বলেন শুধু আল্টিমেটাম না দুদিন দেখার পর থেকেই আবার যেই মহেন্দ্রকে পাওয়া হবে আগুন দিয়ে কিন্তু সার জ্বালিয়ে দেব।