“বৈচিত্র্য সুরক্ষা করি,সবুজ ধরণী গড়ি”
আজ মানিকগঞ্জে জেলা প্রশাসনের সভাকক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাণ- প্রকৃতি সংরক্ষণ ও কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সবুজ সংহতির আহবায়ক কৃষিবিদ মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মান্যবর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মহোদয়ের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আতিকুল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ- উল সাবেরিন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান,বিএডিসি বীজ এর সহকারী পরিচালক কৃষিবিদ মো. মনির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়াও জেলার বিভিন্ন নদীর পার থেকে কথা বলেন ইস্কান্দার মির্জা, হোসেন আলী মাস্টার, হোসনেয়ারা,মো. ভূট্টু মিয়া,করম আলী মাস্টার, মনোয়ার হোসেন প্রমুখ। সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, শিমুল কুমার বিশ্বা,মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন মাটি জীবন রক্ষায় পরিবেশবান্ধব জীবন চর্চা বৃদ্ধি করতে হবে। নদী নালা খাল বিল খনন করে এবং দখল দুষন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে নদী- খাল খননসহ দখল ও দূষন প্রতিরোধে সবুজ সংহতির মতবিনিময় সভা
-
মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ থেকে
- আপডেট সময় ০১:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- ৫৫৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ