কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার ভাঙারী দোকান থেকে একটি মার্টারসেল উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লা আল মামুন। স্থানীয় এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাতে একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারী দোকানে অন্যান্য মালামালের সাথে বোমার মত একটি মর্টারসেল দেখতে পেয়ে দোকানের মালিক ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে কিশেরগঞ্জ থানা পুলিশ ভাঙারী দোকানটি ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন। মধ্য রাতে সেনা সদস্যরা মর্টারসেলটি উদ্ধার করে বালি ভর্তি একটি বালতিতে রাখে। সদর থানার ওসি জানান নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকান ঘরটি তালাবদ্ধ করে রেখেছে। জানাগেছে, ঢাকায় বোম্ব ডিম্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে, তারা এসে মর্টারসেলটি নিষ্ক্রিয় করবেন। ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে অন্যান্য লোহালক্করের সাথে মর্টারসেলটি কেউ বিক্রি করেছে। সারাদিনে ভাঙারী দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করছে পুলিশ।
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে ভাঙারী দোকান থেকে মর্টারসেল উদ্ধার
-
জান্নাতুল রাফি প্রিমু, কিশোরগঞ্জ ব্যুরো চিফ
- আপডেট সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- ৫৩৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ