কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মহিলা প্যানেল চেয়ারম্যান মোছাঃ খাদিজা বেগম কে কিছু কুচক্র মহলের ৫০ থেকে ৬০ জন লোক একত্রিত হয়ে বাসায় কোথায় বাড়িতে হামলা ও লুটতারাজের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ খাদিজা বেগম ও তার স্বামীর উপর হামলা পর স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে ছোট ছোট বাচ্চারা এলে তাদেরকেও এলোপাতারি মারধরেকরে শিকার হন এবং বাড়ির আসবাবপত্র ভেঙে নগদ ২ লক্ষ টাকা সহ গহনা গাটি নিয়ে চলে যায়।জানা যায় সন্তোষপুর ইউনিয়ন যুবদলের বিতর্কিত কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মিঠু ও সাধারন সম্পাদক সোহেল এই বর্বোরোচিত ঘটনায় নেতৃত্ব প্রদান করে।এখন বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা প্যানেল চেয়ারম্যান মোছাঃখাদিজা ও তার স্বামী হাফিজুর রহমান ভর্তি আছেন। এ ব্যাপারে সন্তোষপুর ইউনিয়নের জনসাধারণ বলেন এভাবে মহিলা প্যানেল চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটতারাস যারা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক। এলাকাবাসী এরকম ঘটনা প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করেছেন।