গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিস শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ শে মার্চ ২০২৫ ইং রোজ বুধবার কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের আগের মুহূর্তে তাকওয়া অর্জন সম্পর্কে ও মাহে রমজানের ভূমিকা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাসিন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় খেলাফত মজলিসের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দীস মুফতি মোরতাজা হাসান, জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, বিএনপির যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মানজুরুল হক, উলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতি মাসউদুর রহমান, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা আনসার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিসের কোটালীপাড়া শাখার দপ্তর সম্পাদক মাওলানা অহিদ মানসুর।