ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন  জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার -বেরোবি উপাচার্য কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত জামালপুরে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি বগুড়া ডাকাত চক্রের ৫ সদস্য আটক নরসিংদী বাজারে মাছ কেটে সংসার চালায় শতাধিক পরিবার নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজীকরণের দাবি বোরহানউদ্দিনে গ্যাস ট্যাবলেট প্রয়োগে খামারির মাছ নিধন লালমনিহাটের পাটগ্রামে টানা রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুবিতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা এবং ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, নারী-শিশু নির্বিশেষে ফিলিস্তিনিদের ওপর যে নৃশংস হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। বিশ্ব শান্তিপ্রিয় মানুষদের এ ঘটনায় সোচ্চার হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনজামুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর অপরাধ কী? কেন তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? বিশ্ব মোড়লরা কেন এ বিষয়ে নীরব? মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।”

ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, “পৃথিবীর ইতিহাসে বহু অন্যায়-অত্যাচারের পেছনে ইহুদিদের ভূমিকা রয়েছে। আজ ফিলিস্তিনের সাধারণ মানুষ জীবন দিচ্ছে, কিন্তু আরব নেতারা নীরব। তাদের এখনই ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত।”

মানববন্ধনে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হাসান মাহমুদ সাকি বলেন, “শুধু নিন্দা জানিয়ে এই বর্বরতা বন্ধ করা যাবে না। ভারত ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হলে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “বিশ্ব মোড়লদের এখনই একজোট হয়ে ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। শুধু বিবৃতি বা নিন্দা যথেষ্ট নয়, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।”

উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত ও ৫৬২ জনের বেশি আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা এবং ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, নারী-শিশু নির্বিশেষে ফিলিস্তিনিদের ওপর যে নৃশংস হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। বিশ্ব শান্তিপ্রিয় মানুষদের এ ঘটনায় সোচ্চার হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনজামুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর অপরাধ কী? কেন তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? বিশ্ব মোড়লরা কেন এ বিষয়ে নীরব? মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।”

ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, “পৃথিবীর ইতিহাসে বহু অন্যায়-অত্যাচারের পেছনে ইহুদিদের ভূমিকা রয়েছে। আজ ফিলিস্তিনের সাধারণ মানুষ জীবন দিচ্ছে, কিন্তু আরব নেতারা নীরব। তাদের এখনই ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত।”

মানববন্ধনে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষক হাসান মাহমুদ সাকি বলেন, “শুধু নিন্দা জানিয়ে এই বর্বরতা বন্ধ করা যাবে না। ভারত ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হলে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “বিশ্ব মোড়লদের এখনই একজোট হয়ে ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। শুধু বিবৃতি বা নিন্দা যথেষ্ট নয়, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।”

উল্লেখ্য, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত ও ৫৬২ জনের বেশি আহত হয়েছেন।