গোপালগঞ্জের কাশিয়ানীর তেতুল বাড়ী গ্রামে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে শীলা বেগম নামে এক নারী নিহত ও ৪ নারীসহ কমপক্ষে ১২জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ রাতে তারাবির নামাজের পর কাশিয়ানী উপজেলার তেতুল বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শীলা বেগম ওই গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।
রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক জানান, মঙ্গলবার রাতে তারাবির নামাজের পর ধানের জমিতে পানি দেয়া না দেয়ার ঘটনা নিয়ে তেতুল বাড়ী গ্রামের শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এক পযায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে শীলা বেগমসহ কমপক্ষে ১২জন আহত হয়।
গুরুত্বর আহতদের গোপালগঞ্জ আড়াইশবেড় হাসপাতালে নেওয়ার পর শীলা বেগম মারা যায়।