রাজধানীর ব্যস্ততম এলাকা মধ্য বাড্ডায় যানজটের মাঝে আটকে পড়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে মাদানী মজলিস বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক দ্বীনি ভাইয়েরা। তৃতীয় দিনের মত রামপুরা ডি.আইটি রোডেও অনুরূপ ইফতার বিতরণ করে তারা। রোজাদার পুরুষ মহিলা, কর্মজীবী, চাকরিজীবী, মধ্যবিত্ত গরিব-দুঃখী রিক্সাওয়ালা, ট্রাফিক পুলিশ এবং জনগণের সেবায় নিয়োজিত ডিউটিরত পুলিশসহ সব ধরনের লোকদের মাঝে ইফতার বিতরণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। মাদানী মজলিস বাংলাদেশের ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ অত্যন্ত সাগ্রহে রোজাদাররা গ্রহণ করেন। অনাকাঙ্ক্ষিতভাবে বিশেষ সময়ে এক ফোঁটা পানি পাওয়াও অত্যন্ত আনন্দের বিষয়। তাছাড়া ইফতারের আমল তো আছেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে,তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। মাদানী মজলিস বাংলাদেশের মোবারক এই উদ্যোগকে আমরাও গ্রহণ করতে পারি। উক্ত সংগঠনের সভাপতি শায়খ মুফতি হাফীজুদ্দীন দা.বা. এর নির্দেশনায় ইফতার বিতরণ কার্যক্রমে শরীক ছিলেন, বাড্ডা মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল হাসান এবং অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল মজিদ। এছাড়াও ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মুফতী দেলোয়ার হুসাইন সিরাজী, মুফতী জামীল ইকবাল , মুফতী নাজমুল হাসান, মুফতী আব্দুল্লাহ ইউসুফ, মুফতী রমযান রাব্বানী,মুফতী যায়েদ আব্দুল্লাহ এবং খুদে স্বেচ্ছাসেবক হাফেজ মিকদাদ বিন হাফীজুদ্দীন সহ অন্যান্য কর্মীবৃন্দ। মানবসেবা ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোই মাদানী মজলিস বাংলাদেশের মূল্য লক্ষ্য। পাশাপাশি মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া ও দ্বীনি বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়াও তাদের অভিপ্রায়। কালান্তরে সেবামূলক অরাজনৈতিক এই সংগঠন আমাদের আস্থার পাত্র হতে পারে। আল্লাহ তায়ালা এর সকল দ্বীনি ও সামাজিক উদ্যোগকে কবুল করুন। আমীন
সংবাদ শিরোনাম ::
রোজাদারদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশের পক্ষ থেকে ইফতার বিতরণ
-
মোহাম্মদ ইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫৩৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ