আওয়ামী লীগকে ট্রাম্প বা মোদি ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না।আওয়ামী লীগ গনঅভ্যুত্থানের মাধ্যমে গদিচ্যুত হয়েছে।পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে কোন একজন সরকার প্রধান গনঅভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত হওয়ার পর আবার গদি ফিরে পেয়েছে। সুতরাং শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না।এইটা ভারতীয় চিন্তাবিদরাও বুঝে।তিলক দেবসুরের মত ভারতের ডিপ স্টেটের লোকজনও এইটাই মনে করে। ভারত চাচ্ছে যে বাংলাদেশ যেন পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ না বাড়ায়।আইএসআই এর লোকজন কিছুদিন আগে রংপুরে এসেছিল যা চিকেন নেকের পাশে।এইটার জন্য ভারত ভয় পেয়ে গেছে।এজন্য ভারত চাচ্ছে বাংলাদেশের উপর যদি আমেরিকাকে বলে কোন চাপ তৈরি করা যায়। কিন্তু বাস্তবতা হলো আমেরিকা বাংলাদেশের উপর কোন চাপ তৈরি করবে না।কারন আমেরিকা আমলাতান্ত্রিক কাঠামোতে চলে।আমেরিকার আমলাতান্ত্রিক কাঠামোতে দক্ষিণ এশিয়ার নীতি তৈরি করে আন্ডার সেক্রেটারি লেবেলের লোকজন। এইখানে ডেমক্রেট ও রিপাবলিকদের মধ্যে তেমন তফাত নাই।এইটা সাম্প্রতিক ট্রাম্প মোদির বৈঠকে দেখেছেন।এছাড়া জয়শংকর ম্যাৎকার করে যাচ্ছেন পশ্চিমাদের আচরণ দেখে। সুতরাং আওয়ামী লীগারা যে সপ্ন দেখছে যে, মোদি তাদের বাংলাদেশের গদিতে বসিয়ে দেবে সেইটা হাস্যকর।আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী উচিত উপরের অলস বুদ্ধিহীন ভারতনির্ভর বেকুবদের হঠিয়ে প্রকৃত আদর্শ ধারনকারী ত্যাগীদের নিয়ে কমিটি দিয়ে রাজনীতিতে ফিরে আসা। শেখ হাসিনার মূল সমস্যা হলো সে এখনো শেখ সেলিম, নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, নাসিম, ওবায়দুল কাদেরদের নিয়ে রাজনীতি করতে চায়। আওয়ামী লীগ যদি সত্যি সক্রিয় রাজনীতি করতে চায় তাহলে কালা মাগুরের মত নেতাদের নিয়ে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ যদি কাল যুবলীগের কমিটি দেয় কালা মাগুর, চট্টগ্রামের নুরুল আজিম রনি, বাবর এবং ঢাকার ক্যাসিনো সম্রাটকে সামনে রেখে তাহলে ৩ মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হয়ে উঠবে। কিন্তু হাসিনা কখনো এদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবে না।কারন হাসিনা মনে করে এদের পদ দিলে তার পরিবারের লোকজনের প্রভাব কমে যাবে। আসলে আওয়ামী লীগের লোকজন একটা নির্মম বাস্তবতা বুঝে না।আর সেইটা হইল শেখ হাসিনা ও তার বৃহত্তর পরিবার হলো আওয়ামী লীগ ধ্বংসের মূল কুশীলব।
সংবাদ শিরোনাম ::
ট্রাম্প মোদি বৈঠক কি বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব ফেলতে পারে বা ইন্ডিয়ার উপর ট্রাম্প সকল দায়িত্ব দিয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়া কি আমাদের উপর হস্তক্ষেপ করবে?
-
হামিদুল খান সুমন ক্রাইম রিপোর্টার
- আপডেট সময় ০৮:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৮৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ