জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন। গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। তিনি পাঁচবিবি পৌর সভার মেয়র ছিলেন । ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে তার নামে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিল। এসময় স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে শিল্পাঞ্চল থানা পুলিশ জয়পুরহাট সদর থানায় খবর দেয়। জয়পুরহাট সদর থানা পুলিশকে অবহিত করে। জয়পুরহাটের পুলিশের একদল টিম ঢাকায় অবস্থান করছিল। পরে ঢাকায় অবস্থানরত পুলিশের সদস্যরা হাবিবকে গ্রেপ্তার জয়পুরহাটে নিয়ে আসেন।
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামি লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার
- মাফিজুল
- আপডেট সময় ১২:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- ৫১০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ