নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা ছাত্রদল নেতা আবুল হোসেন
১৯ জানুয়ারি রবিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়ন বাট্টা মনাটিয়া গ্রামের কৃতি সন্তান কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী, মেধাবী ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন গরীব ও অসহায়দের মাঝে (৩০০টি পিছ) কম্বল বিতরণ করেছেন।
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম শিবলী ও তোফায়েল আহমেদ এর উপস্থিতিতে এই কম্বল বিতরণ করেছেন।
স্বরেজমিনে গিয়ে দেখা যায়- উপজেলা নির্বাহী অফিসার ও ছাত্রনেতা আবুল হোসাইন নিজ হাতে গরীব দুঃখীদের হাতে এই কম্বল তুলে দিচ্ছেন।
এ বিষয় আবুল হোসাইন বলেন আমি এই শীত মৌসুমে কিছু কম্বল গরীবদের হাতে তুলে দিয়েছি। আমি প্রতি বছর এভাবেই গরীব দুঃখীদের মাঝে কিছু দিতে চাই।