হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার নোয়াপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় সভায় শিল্পপতি সৈয়দ ফয়সলকে মাধবপুর-চুনারুঘাট আসনে প্রার্থী হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার দীর্ঘ দিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।
রাজনীতি করতে গিয়ে তাঁর পরিবারের বিরুদ্ধে অনেক যড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতি করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাদের পরিবারের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শত বাধাবিপত্তি উপেক্ষা করে সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার মাধবপুর-চুনারুঘাট উপজেলা তথা হবিগঞ্জ বিএনপি নেতাকর্মীদের সবসময় পাশে ছিলেন। যখন মাধবপুর-চুনারুঘাট বিএনপি থেকে দাঁড়ানো কোন নিরাপদ জায়গা ছিল না। আমরা মাধবপুর-চুনারুঘাট উপজেলা থেকে সৈয়দ মোঃ ফয়সলকে আগামীতে বিএনপি প্রার্থী হিসেবে দেখতে চাই।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সল বিএনপি থেকে মনোনীত হয়ে নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন। সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার সায়হাম গ্রুপ শিল্প পরিবার অনেক সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে মাধবপুর-চুনারুঘাট উপজেলায়। এ কারণে জনসাধারণে পেছনে ভালো কাজ করায় অনেক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিল্প পতি সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপি সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর পৌর সভা সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ প্রমূখ।