সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে পোস্টারিং সাঁটানো হয়েছে। এতে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাঁটানো পোস্টারের একটিতে লেখা রয়েছে- দুনিয়ার সর্বহারা নিপীড়িত জাতি-জনগণ এক হও। সেই পোস্টারে একটি ছবির নিচে লেখা রয়েছে- ‘২ জানুয়ারি ২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ সিকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন’। কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন। তার দুর্বলতা ও ত্রুটিকে অতিক্রম করুন। গ্রামাঞ্চল, কৃষি-বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন! মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ-জিন্দাবাদ। কেন্দ্রীয় কমিটি পূর্ববাংলা সর্বহারা পার্টির অপর সাঁটানো পোস্টারে লেখা রয়েছে- সর্বহারা পার্টির ৫ম জাতীয় কংগ্রেস ২০২৪-এর ডাক, মার্কন পশ্চিমা সাম্রাজ্যবাদের দালাল ও সেনা-এনজিও-বুদ্ধিজীবী-বড় ধনীদের ‘অন্তর্বর্তী সরকার’ শ্রমিক-কৃষক-সাধারণ জনগণের সরকার নয়, বিপ্লবী গণক্ষমতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা, মাওবাদীগণ, ঐক্যবদ্ধ হোন! পূর্ববাংলার মাওবাদী আন্দোলনের পাঁচ দশক অভিজ্ঞতার সারসংকলন করুন! গ্রাম-ভিত্তিক গণযুদ্ধ গড়ে তুলুন। মার্কিন, চীন, রশিয়া, ইইউসহ সব সাম্রাজ্যবাদ-নিপাত যাক! ভারতীয় সম্প্রসারণবাদ-নিপাত যাক! মাওবাদ-জিন্দাবাদ। নয়া গণতান্ত্রিক বিপ্লব-জিন্দাবাদ গণযুদ্ধ -জিন্দাবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অন্তত পাঁচজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই চাঁদাবাজির আশঙ্কা প্রকাশ করেন।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ রাতের আধাঁরে বিলদহর বাজারে সর্বহারা পার্টির নামে পোস্টারিংয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে গুঞ্জন চলছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বিষয়টি তিনি দেখছেন।