গাজীপুরের কালীগঞ্জের অবৈধ অস্ত্রধারীদের তালিকায় শীর্ষে থাকা সন্ত্রাসী ও মাদক সম্রাট শাকিল মোল্লাকে (৩৪) শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।একটি সূত্রে জানা গেছে, শাকিল বিএনপির প্রভাবশালী নেতা। তার বিশাল সন্ত্রাসী বাহিনীও রয়েছে।
গত মঙ্গলবার রাতে একটি চোরাই পিকআপ ছিনিয়ে তার আস্তানায় নিয়ে যায় শাকিল মোল্লাও তার বাহিনী। পরে বুধবার ওই পিকআপ উদ্ধারে যায় পুলিশ। এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশকে বাধা দেয় শাকিল বাহীনি। এরপর থেকে তাকে গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে পুলিশ। সোমবার রাতে তার বাড়িতে অভিযানের সময় পালিয়ে যায় শাকিল মোল্লা। অবশেষে মঙ্গলবার দুপুরে তার শ্বশুর বাড়ি বালুয়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার সকালে গ্রেফতার শাকিলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে মাদকসম্রাট শাকিল গ্রেফতার হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।
গ্রেফতার শাকিল মোল্লা জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ অসংখ্য মামলা রয়েছে। সে এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট হিসেবে পরিচিত।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, তার ভয়ে এলাকার মানুষ কথা বলতে পারত না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাকিল মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।