চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি নেজাম উদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে রাস্তায় দাঁড়িয়ে থাকা জনগণ এসময় একজনের মুখে শুনা গেল তুর জন্য আমার ছেলের মুখ পর্যন্ত দেখতে পারিনি শত নেতা-কমীকে নির্যাতন করেছ এবং সাদাত ভাইকে অত্যাচার করেছিলি।
তখন চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত নেজাম উদ্দীনকে বলতে শোনা যায় আমি সাদাত ভাইয়ের উপকার করেছি আমি আপনাদের সাথে যাব না পুলিশ আসলে পুলিশ সাথেই যাবো
তৎক্ষণিক পাঁচলাইশ থানা থেকে পুলিশ আসলে তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পরে পথচারী থেকে খবর নিয়ে জানা যায় বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন। এ বিষয়ে পাঁচলাইশ থানার তদন্তর সাথে কথা বললে বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’
আবারো পাঁচলাইশ অফিসের সামনে গিয়ে পথচারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাকে ঝাপটে ধরে মারধর করেন। এতে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।
তবে চট্টগ্রামে তিনি বিভিন্ন থানায় ওসি হিসেবে ছিলেন।