পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ.লীগ নেতা ৪ নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত এর বিরুদ্ধে ৩ টি পবিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দধিভাংগা বাজারের এ ঘটনায় ভূক্তভোগী মৃত. ডাঃ আঃ ছত্তার মুন্সীর ছেলে কুয়েত প্রবাসি মোঃ মামুন মিয়া. সৌদি প্রবাসি মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মোসাঃ ডালিয়া বেগম ও মৃত. হাশেম আকনের ছেলে স্থানীয় মুদি দোকানী ফজলুল হক আকন উপজেলা সহকারি কমিশণার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেন।
ভূক্তভোগী মামুন মিয়া, ডালিয়া বেগম, ফজলুল হক জানান, দধিভাংগা বাজারের মধ্যে দধিভাংগা মৌজার জেএল নং-৩২, এস এ খতিয়ান নং-৩৫৫, দাগ নং ৭০৪ ও ৭০৫ থেকে আমারা ৩৩ শতাংশ জমির পজিশন ক্রয় করে ৩০-৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। বিভিন্ন সময় ওই জমি নিয়ে আপত্তি উঠলে জমির অনুকূলে দলীল করি। পরে আবারও উপজেলা ভূমি অফিস থেকে ডি.সি.আর নেই। কিন্তু গত দীর্ঘ আ.লীগ সরকার রাস্ট্রীয় ক্ষমতায় থাকা কালীন সময়ে আ.লীগের প্রভাবশালী নেতা দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত এর ওই বাজারে থাকা বাড়ির পরিধি বৃদ্ধির জন্য জমির শেষ অংশ থেকে প্রায় ১৩ শতাংশ জমি জোর করে দখল করে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে তদন্তও করেছেন এবং সত্যতা পেয়েছেন।
অভিযুক্ত দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত অত্মগোপনে ও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা সহকারি কমিশণার (ভূমি) রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত কে কারণ দর্শানোর নোটিশ দেয় হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।