টালিউড-বলিউডে কাজ করে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলতি বছর ‘মেয়েদের গল্প’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল এ অভিনেত্রীর।
এ বিষয়ে বাঁধন বলেন, আমি এখন আর সে সিনেমার সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু আর বলতে চাই না। অন্যদিকে লামিয়া চৌধুরী বলেন, একটি সিনেমায় বেশ কিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটিসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমা হওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না।
এর আগে ‘মেয়েদের গল্প’ সিনেমার কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি সিনেমাটি প্রযোজনা ও এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এ সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই কাজটি শেষ করতে চান লামিয়া।
লামিয়া বলেন, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে গল্পের পেছনে কাজ করেছি। গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে, যাদের সঙ্গে মিলবে, তাদের নিয়ে কিছুটা দেরি হলেও কাজটা শেষ করতে চাই বলে জানান সোহেলকন্যা।