ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমইএস কলেজে ছাত্রদলের প্রচারে শিক্ষার্থীদের বাধা

চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে প্রচারণা চালাতে যাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে একদল শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১টার দিকে জাকির হোসেন রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ওই মারামারিতে দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদলের কর্মীরা সাংগঠনিক প্রচার চালাতে কলেজে গেলে একদল শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ-এমন দাবি করে শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) তারেক আজিজ বলেন, কেন্দ্রীয় তিন নেতাকে নিয়ে ছাত্রদলের সদস্যরা কলেজে সাংগঠনিক কাজে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির সূত্র ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে দুইজন সামান্য আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমইএস কলেজে ছাত্রদলের প্রচারে শিক্ষার্থীদের বাধা

আপডেট সময় ১০:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে প্রচারণা চালাতে যাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে একদল শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ১টার দিকে জাকির হোসেন রোডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ওই মারামারিতে দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদলের কর্মীরা সাংগঠনিক প্রচার চালাতে কলেজে গেলে একদল শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ-এমন দাবি করে শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) তারেক আজিজ বলেন, কেন্দ্রীয় তিন নেতাকে নিয়ে ছাত্রদলের সদস্যরা কলেজে সাংগঠনিক কাজে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এসময় কথা কাটাকাটির সূত্র ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারিতে দুইজন সামান্য আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।