ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় আ.লীগ নেতা গ্রেফতার

বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সালেকুল হাসান লেলিনকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

মো. সালেকুল হাসান লেলিন জেলার মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের মৃত ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে।

সোমবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ ওই মিছিলে হামলা চালায়। পরে রেল স্টেশনের কাছে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতা নিজ ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ভেঙে ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা চলে যায়।

এ ঘটনায় সরকার পতনের পর গত ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সালেকুল হাসান লেলিনকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

মো. সালেকুল হাসান লেলিন জেলার মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের মৃত ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে।

সোমবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ ওই মিছিলে হামলা চালায়। পরে রেল স্টেশনের কাছে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতা নিজ ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ভেঙে ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা চলে যায়।

এ ঘটনায় সরকার পতনের পর গত ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।