ভারত সিরিজের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। মিরপুরে শেষ টেস্ট খেলতে চেয়েও ফিরে যেতে হয়েছিল তার যুক্তরাষ্ট্রে। এমনকি জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে হওয়া আফগান সিরিজেও খেলা হয়নি তার। এর মধ্যে আবার ওমরা করতে দেখা গেছে বাঁ হাতি অলরাউন্ডার। এবার দেখা গেল দুবাইতে। আফগান অলরাউন্ডার রশিদ খানের সঙ্গে জিম সেশনের একটি ছবিতে দেখা যায় সাকিবকে।
সাকিব জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও আবুধাবিতে টি-টেন লিগে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। তার প্রস্তুতি নিতেই মূলত সতীর্থ রশিদের সঙ্গে জিম সেশনে কাজ করছিলেন তিনি। সে ছবি প্রকাশ করেছেন তারই দল বাংলা টাইগার্স।
তারা লিখেছে, সাকিব-রশিদ আমাদের ট্রেনার সাদিকের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। বাংলা টাইগার্সের জার্সিতে তাদের গর্জে উঠতে দেখার অপেক্ষা করতে পারছি না। আর মাত্র ৪ দিন বাকি।
টি টেন লিগে আরও আগেও খেলেছিলেন সাকিব। এবারও সেখানে খেলে প্রস্তুতি নেবেন জাতীয় দলে ফেরার। কিছুদিন আগেই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সেকথা। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।