পাবনা সদর উপজেলার রাঘপুর জামে মসজিদে কুরআনের ক্লাসের উদ্বোধন করেন নবজাগরণ যুব ফাউন্ডেশনের সভাপতি মিলন হোসেন সহ- সভাপতি মিজানুর রহমান মিজান ও
সাধারণ সম্পাদক – সাংবাদিক শেখ মাসুদ রানা
সহ স্থানীয় আলেম সমাজ।উদ্ভোধনি অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নাজমুল হাসান,মুফতি আব্দুল্লাহ আল মামুন,ও মুফতি আসাদুল্লাহ আশরাফি।
যুবো সম্প্রদায়ের ইসলামি আদর্শে গড়া একটি সামজিক সংঘটন নবজাগরন ফাউন্ডেশন। প্রতিষ্টা লগ্ন থেকেই এই সংঘটনটি বিভিন্ন পর্যায়ে মানব সেবার মাধ্যমে সংঘটন পরিচালনা করতে সক্ষম হন।নবজাগরন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মিলন দৈনিক দিগন্তেরকে জানান আমরা মসজিদে নিয়োমিত নামাজ আদায় করি,এবং এলাকার মানুষের পাশে থেকে সামাজিক সেবা দেওয়ার মাধ্যমে সংঘটনের সদস্যদের ব্যাস্ত রাখার চেস্টা করি।তাই আমরা উৎসাহিত সংঘটনের সদেস্যরা সিদ্ধান্ত নেই, যারা এখোনো কোরআন পড়তে পারেনা,তাদের কোরআন শিক্ষার ব্যাবস্তা করা দরকার। সে চিন্তা টাকে বাস্তবতায় রুপ দিতে আমরা সংঘটনের উদ্দেগে ফ্রি কোরআন শিকার আয়োজন করেছি।সংঘটনের সাধারন সম্পাদক শেখ মাসুদ রানা এলাকার সবাইকে কোরআন শিক্ষা আসরে নিয়োমিত ভাবে অংশগ্রহন করে নিজেদেরকে কেরআন আলোয় আলোকিত করবেন বলে সবাইকে আহ্বান করেন।
নবজাগরন ফাউন্ডেশন কোরআন শিক্ষা উদ্ভোধনি অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন নব জাগরণ যুব ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ সহ নব জাগরণ যুব ফাউন্ডেশনের ফ্রী কুরআনের ক্লাসের সকল শিক্ষার্থী আল্লাহ রব্বুল আলামীন সকলকে কবুল করুন আমিন।