সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সুযোগ এনে দেয় ম্যাচে ফেরার। কিন্তু রোনাল্ডো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
অন্যদিকে রোনাল্ডোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। খেলায় আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি।
সেই সুযোগ যে আল নাসর নিতে পারেনি, সেটি তো আগেই বলা হয়েছে। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮ পেনাল্টিতেই গোল করা রোনাল্ডো কাল বারের ওপর দিয়ে বাইরে মারেন।
রোনাল্ডোরা কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে আল নাসরের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের।