সময়ের সেরা ব্যাটারদের একজন পাকিস্তানের বাবর আজম। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা রান না পেলেও তার ওপর আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়লেও বাবরকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া সফরের দলে। আর সেই সফরে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গিয়ে শত শত ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাবর। মেলবোর্নে নেমেই ভক্তদের সেলফি তোলার আবদার মেটাতে হয়েছে তাকে।
সফরে শুধু বাবরই আসেননি। তার মতো টেস্টে বাদ পড়া শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফরা এসেছেন। অন্যদিকে টেস্ট খেলা বাকিরা দলের সঙ্গে যোগ দেবেন আজ। এরপর কদিন প্রস্তুতি শেষে মেলবোর্নে আগামী ৪ নভেম্বর প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের দল।
উল্লেখ্য, সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে ৪,৮ ও ১০ নভেম্বর। এরপর ১৪, ১৬ ও ১৮ নভেম্বর হবে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।