বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, রাসূলুল্লাহ প্রচেষ্টা অব্যাহত রাখা প্রত্যেক মুসলিমের জন্যই একান্ত প্রত্যাবশ্যকীয়।
আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যাদের আশা রয়েছে আল্লাহ ও আখিরাতে এবং (যারা) আল্লাহকে অনেক বেশি করে স্বরণ করে।’ তাঁর জীবন চরিত সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে খুবই সীমিত তাহলে তাঁর প্রতি ঈমানের পূর্ণাঙ্গতা অর্জন হবে না। তাঁদের যদি আমরা ভালো জানতেই না পারি তাহলে কিভাবে জীবনের সকল ক্ষেত্রে তাঁকে অনুসরণ করব। তাঁর জীবনের ও কর্মের প্রতিটি দিক সম্পর্কে জেনে জীবনের সকল কাজে তাঁকে অনুসরণ করার মাধ্যমেই আমরা অর্জন করব সত্যিকারের সফলতা।
আল্লাহ তায়ালা এরশাদ করেন- যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা থেকে সাবধান থাকে তারাই সত্যিকারভাবে সফল। তিনি আরও বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তারা নবীগণ, সিদ্দীক (সত্যবাদী) গণ ও সৎকর্মপরায়নদের সঙ্গী হবেন। আর সঙ্গী হিসেবে তারা হবেন কতই না উত্তম। বাগমনিরাম সীরাতুন্নবী (স.) মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে কাজীর দেউরি কাঁচা বাজার সংলগ্ন মাঠে সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন আন্তর্জাতিক বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও আরবী বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মাহনগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ ওয়ায়েজ ছিলেন, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক, অধ্যাপক মাহমুদুল হাসান ও ষ্টেশন রোড জামে মসজিদের খতিব, মাওলানা মামুনুর রশিদ নূরী, বিশেষ অতিথি ছিলেন, চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ার ও সেক্রেটারি আব্দুল হান্নান, মাহফিলের সভাপত্বিত করেন বাগমনিরাম সীরাতুন্নবী (স.) মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতিত্বে সাদুর রশিদ। আমজাদ হোসাইন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড আমীর মুহাম্মদ শহীদুল্লাহ, জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, হায়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ নোমান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক, আনোয়ার আজিজ শান্ত, আব্দুর রহমান জুয়েল, মহিউদ্দীন প্রমুখ।