ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কে আসল কে নকল বোঝা বড় দায় শুধু নামের মিলে বেরোবির শিক্ষক হয় ইমরান খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান চালানোর শঙ্কা জবির ৯ শিক্ষকসহ ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা উপ-রাষ্ট্রপতি পদ ফেরাতে চায় বিএনপি, আগে কারা ছিলেন? বঞ্চিত ক্রীড়া সংগঠকদের মাঠে ফিরিয়ে আনতে চাই : আমিনুল হক বিহারী মুরাদ দিদার এখনো ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত সংঘাত অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না: এবি পার্টি ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ মাহবুবুলসহ ১৮ জন কারাগারে রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর বার্ষিক উরস শরীফ উদযাপন

মহান ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. খলিফাতুর রাসূল (দ.) সায়্যিদুনা হযরত আবু বক্কর সিদ্দিক (রাদ্বি.) এর বংশধর হযরত আল্লামা শেখ জালাল উদ্দীন রুমী (রহ.) এর বংশধর হযরত গাউছুল অলী শাহ্ সুফি শেখ আলী রজা কানু শাহ্ (রহ.) এর বংশধর ও যোগ্য উত্তরসুরী ইলমে বাশারত (বিষু)’র পূর্ণ প্রাণদাতা কুতুবুল আলম ছাহেবুল জবল খাজায়ে বাঙ্গাল বান্দা নেওয়াজ গেছুদরাজ আশেকে রাসূল (দ.) শাহজাদায়ে গাউছে ওষখাইনীরি হযরত খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর ১৩ তম পবিত্র বার্ষিক উরস শরীফ উদযাপিত হয়।

(১২ অক্টোবর) ১৩ তম উরস শরীফ উপলক্ষে খাজা দরবেশ মাওলা (রহ.)’র গবেষণামূলক জীবনী গ্রন্থ ‘নক্ষত্র রাজির অস্তাচল’ (মাওয়াকিয়ুন নজুম)-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুফি গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুফতি নুর হোসাই, প্রফেসর ড. ওসমান মেহেদী ও প্রফেসর ড. শেখ সাদী, ড. আব্দুল আজিম শাহ, ড. খলিলুর রহমান, প্রফেসর শফিউল গনি চৌধুরী, সুফি মেডিটেশন স্কলার খাজা ওসমান ফারুকী, প্রফেসর সুরাইয়া মমতাজ, হাসান মোহাম্মদ কপিল উদ্দীন প্রমুখসহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
উরস শরীফ ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজা দরবেশ মাওলা (রহ.)’র সুযোগ্য পুত্র, গোলামে আহলে বাইতে রাসূল (ﷺ)
শায়েখ মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.)

এতে আউলাদে আলী রজাগণ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, ভক্ত-মুরিদান ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উরস শরীফ উপলক্ষে উপস্থিত হয়। নামাজ, মাজার জিয়ারত, জিকির ও সেমা, তাবারুক বিতরণ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবর ৩ দিন ব্যাপী “উরসে খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.)” ভাবগাম্ভীর্যের সাথে সুসম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কে আসল কে নকল বোঝা বড় দায় শুধু নামের মিলে বেরোবির শিক্ষক হয়

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর বার্ষিক উরস শরীফ উদযাপন

আপডেট সময় ১২:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

মহান ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. খলিফাতুর রাসূল (দ.) সায়্যিদুনা হযরত আবু বক্কর সিদ্দিক (রাদ্বি.) এর বংশধর হযরত আল্লামা শেখ জালাল উদ্দীন রুমী (রহ.) এর বংশধর হযরত গাউছুল অলী শাহ্ সুফি শেখ আলী রজা কানু শাহ্ (রহ.) এর বংশধর ও যোগ্য উত্তরসুরী ইলমে বাশারত (বিষু)’র পূর্ণ প্রাণদাতা কুতুবুল আলম ছাহেবুল জবল খাজায়ে বাঙ্গাল বান্দা নেওয়াজ গেছুদরাজ আশেকে রাসূল (দ.) শাহজাদায়ে গাউছে ওষখাইনীরি হযরত খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর ১৩ তম পবিত্র বার্ষিক উরস শরীফ উদযাপিত হয়।

(১২ অক্টোবর) ১৩ তম উরস শরীফ উপলক্ষে খাজা দরবেশ মাওলা (রহ.)’র গবেষণামূলক জীবনী গ্রন্থ ‘নক্ষত্র রাজির অস্তাচল’ (মাওয়াকিয়ুন নজুম)-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুফি গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুফতি নুর হোসাই, প্রফেসর ড. ওসমান মেহেদী ও প্রফেসর ড. শেখ সাদী, ড. আব্দুল আজিম শাহ, ড. খলিলুর রহমান, প্রফেসর শফিউল গনি চৌধুরী, সুফি মেডিটেশন স্কলার খাজা ওসমান ফারুকী, প্রফেসর সুরাইয়া মমতাজ, হাসান মোহাম্মদ কপিল উদ্দীন প্রমুখসহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।
উরস শরীফ ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজা দরবেশ মাওলা (রহ.)’র সুযোগ্য পুত্র, গোলামে আহলে বাইতে রাসূল (ﷺ)
শায়েখ মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.)

এতে আউলাদে আলী রজাগণ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, ভক্ত-মুরিদান ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উরস শরীফ উপলক্ষে উপস্থিত হয়। নামাজ, মাজার জিয়ারত, জিকির ও সেমা, তাবারুক বিতরণ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবর ৩ দিন ব্যাপী “উরসে খাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.)” ভাবগাম্ভীর্যের সাথে সুসম্পন্ন হয়।