ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি অল্পের জন্য বেঁচে যায় ৫ জেলে

  • রিয়াজ ফরাজী, ভোলা
  • আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • ৬০৭ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন উপজেলার হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে হাতিয়া থেকে ছেড়ে আসা মেসার্স ফারহান নেভিগেশনের, ফারহান ৩ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবি, ট্রলারে থাকা ৫ জেলে অল্পের জন্য বেঁচে যায়।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২) বিকাল আনুমানিক পৌনে ৪ টার সময় হাতিয়া থেকে ছেড়ে আসা ফারহান ৩ হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে, ঘাট করার পর উওর দিক থেকে মাছ ধরার ট্রলার ঘাটে থাকা টিপু লঞ্চের পাস ঘেঁসে অবস্থান করলে, ফারহান ৩ পিছনে বেগার দিয়ে, পিছনের অংশ দিয়ে ট্রলার বরাবর ধাক্কা দিলে দুই লঞ্চের চাপায় মাছ ধরার ট্রলার ডুবে যায়, ট্রলারে থাকা ৫ জেলে লাফিয়ে একজন ফারহানা ৩ উঠে যায়। বাকী ৪ জন লাফিয়ে টিপু লঞ্চে উঠে যায়।এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে যায়।

ট্রলার, ইঞ্জিন, ২টি মোবাইল সহ আনুমানিক ১০০,০০০/ এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এমনটাই বলেন ট্রলারের মাঝি মিজান। ট্রলারে থাকা জেলেরা হলেন – ১।মিজান(৩৫) পিতা-আঃ রশিদ ২।সুজন(২০) পিতা-নুরেআলম ৩।রাশেদ (১৫) পিতা-মোতাহার মাঝি ৪।রাসেল (১৩) পিতা-কবির ৫।আমজাদ(১৪) পক্ষিয়া ৩ নং ওয়ার্ড, মিয়ার হাট। ফারহান লঞ্চের সুপারভাইজার জানান- লঞ্চ পিছনে বেগার দিলে ট্রলারের সাথে ধাক্কা লাগে এতে বড় ধরনের ঘটনা ঘটেনি।

তারপর ও হাকিমুউদ্দিন ঘাটের ইজারাদার আছেন তার মাধ্যমে ট্রলারের ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়া হবে। হাকিমুউদ্দিন ঘাটের ইজারাদার উজ্জ্বল হাওলাদার জানান- ফারহান লঞ্চের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারহানা ৩ লঞ্চের ধাক্কায় ট্রলারের যেই পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বসে মিমাংসা করে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশান-বনানীর ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ

ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি অল্পের জন্য বেঁচে যায় ৫ জেলে

আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

বোরহানউদ্দিন উপজেলার হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে হাতিয়া থেকে ছেড়ে আসা মেসার্স ফারহান নেভিগেশনের, ফারহান ৩ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবি, ট্রলারে থাকা ৫ জেলে অল্পের জন্য বেঁচে যায়।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২) বিকাল আনুমানিক পৌনে ৪ টার সময় হাতিয়া থেকে ছেড়ে আসা ফারহান ৩ হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে, ঘাট করার পর উওর দিক থেকে মাছ ধরার ট্রলার ঘাটে থাকা টিপু লঞ্চের পাস ঘেঁসে অবস্থান করলে, ফারহান ৩ পিছনে বেগার দিয়ে, পিছনের অংশ দিয়ে ট্রলার বরাবর ধাক্কা দিলে দুই লঞ্চের চাপায় মাছ ধরার ট্রলার ডুবে যায়, ট্রলারে থাকা ৫ জেলে লাফিয়ে একজন ফারহানা ৩ উঠে যায়। বাকী ৪ জন লাফিয়ে টিপু লঞ্চে উঠে যায়।এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে যায়।

ট্রলার, ইঞ্জিন, ২টি মোবাইল সহ আনুমানিক ১০০,০০০/ এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এমনটাই বলেন ট্রলারের মাঝি মিজান। ট্রলারে থাকা জেলেরা হলেন – ১।মিজান(৩৫) পিতা-আঃ রশিদ ২।সুজন(২০) পিতা-নুরেআলম ৩।রাশেদ (১৫) পিতা-মোতাহার মাঝি ৪।রাসেল (১৩) পিতা-কবির ৫।আমজাদ(১৪) পক্ষিয়া ৩ নং ওয়ার্ড, মিয়ার হাট। ফারহান লঞ্চের সুপারভাইজার জানান- লঞ্চ পিছনে বেগার দিলে ট্রলারের সাথে ধাক্কা লাগে এতে বড় ধরনের ঘটনা ঘটেনি।

তারপর ও হাকিমুউদ্দিন ঘাটের ইজারাদার আছেন তার মাধ্যমে ট্রলারের ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়া হবে। হাকিমুউদ্দিন ঘাটের ইজারাদার উজ্জ্বল হাওলাদার জানান- ফারহান লঞ্চের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারহানা ৩ লঞ্চের ধাক্কায় ট্রলারের যেই পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা বসে মিমাংসা করে দেওয়া হবে।