ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সময় আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১২৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় একজন, ময়মনসিংহে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ৭৬৭ জন। যাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা যাওয়া ৬৪ জনের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ নারী এবং ৩৯ দশমিক ১ শতাংশ পুরুষ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪

আপডেট সময় ১০:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সময় আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১২৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় একজন, ময়মনসিংহে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ৭৬৭ জন। যাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা যাওয়া ৬৪ জনের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ নারী এবং ৩৯ দশমিক ১ শতাংশ পুরুষ।