ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

থানায় পুলিশ নেই, যাত্রাবাড়ীতে অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা

রাজধানীর যাত্রাবাড়ী থানায় নেই কোনো পুলিশ সদস্য। এ অবস্থায় ভুক্তভোগী মানুষের বিভিন্ন অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা।

শনিবার যাত্রাবাড়ী থানার সামনে টিনশেডে একাধিক শিক্ষার্থীকে মানুষের অভিযোগ নিতে দেখা গেছে। তারা কয়েকটি রেজিস্টার্ড খাতায় অভিযোগকারী ও যার বিরুদ্ধে অভিযোগ তার নাম লিখে রাখছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানা পুলিশের নির্বিচারে গুলিতে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হন। বিক্ষুব্ধ জনতা ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় আগুন জ্বালিয়ে দেন। এর আগে সেনাসদস্যরা থানায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেন। ৯-১০ জন পুলিশ গণপিটুনি ও আগুনে পুড়ে নিহত হন। এরপর থেকে থানায় কোনো পুলিশ যোগদান করেননি।

অন্তর্বর্তী সরকার গঠনের পরও থানায় কোনো পুলিশ সদস্য যোগদান করেননি। যার ফলে মানুষ থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের অভিযোগ লিখে রাখছেন। শনিবার যাত্রাবাড়ী থানায় গিয়ে এমনটাই দেখা গেছে।

সহকারী ছাত্র সমন্বয়ক আল আমিনসহ একাধিক শিক্ষার্থীর সঙ্গে বেলা ৩টায় কথা হয়। তারা যুগান্তরকে বলেন, থানায় কোনো পুলিশ যোগদান করেননি। তবে সকালে ২ জন ও বিকালে ৪ জন পুলিশ আসেন। তারা ছাত্রদের রেজিস্টারে নাম স্বাক্ষর দিয়ে চলে যান।

শিক্ষার্থীরা আরও জানান, থানায় পুলিশ না থাকায় ভুক্তভোগী মানুষের অভিযোগ আমরাই নিচ্ছি। ছোটখাটো অভিযোগ হলে আমরা শিক্ষার্থীরা টিম গঠন করে তদন্তপূর্বক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আর জটিল অভিযোগ হলে সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেই। এখন বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে জমিদখল, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর, দোকান লুটপাট।

শুক্রবার প্রায় শতাধিক এবং শনিবার বেলা ৩টা পর্যন্ত ৫০টির বেশি অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৭ কেজি গাঁজা, ১শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তাছাড়া ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহণের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজা, হেরোইন ও ইয়াবা সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

থানায় পুলিশ নেই, যাত্রাবাড়ীতে অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানায় নেই কোনো পুলিশ সদস্য। এ অবস্থায় ভুক্তভোগী মানুষের বিভিন্ন অভিযোগ নিচ্ছেন শিক্ষার্থীরা।

শনিবার যাত্রাবাড়ী থানার সামনে টিনশেডে একাধিক শিক্ষার্থীকে মানুষের অভিযোগ নিতে দেখা গেছে। তারা কয়েকটি রেজিস্টার্ড খাতায় অভিযোগকারী ও যার বিরুদ্ধে অভিযোগ তার নাম লিখে রাখছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানা পুলিশের নির্বিচারে গুলিতে অসংখ্য ছাত্র-জনতা নিহত ও আহত হন। বিক্ষুব্ধ জনতা ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় আগুন জ্বালিয়ে দেন। এর আগে সেনাসদস্যরা থানায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেন। ৯-১০ জন পুলিশ গণপিটুনি ও আগুনে পুড়ে নিহত হন। এরপর থেকে থানায় কোনো পুলিশ যোগদান করেননি।

অন্তর্বর্তী সরকার গঠনের পরও থানায় কোনো পুলিশ সদস্য যোগদান করেননি। যার ফলে মানুষ থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের অভিযোগ লিখে রাখছেন। শনিবার যাত্রাবাড়ী থানায় গিয়ে এমনটাই দেখা গেছে।

সহকারী ছাত্র সমন্বয়ক আল আমিনসহ একাধিক শিক্ষার্থীর সঙ্গে বেলা ৩টায় কথা হয়। তারা যুগান্তরকে বলেন, থানায় কোনো পুলিশ যোগদান করেননি। তবে সকালে ২ জন ও বিকালে ৪ জন পুলিশ আসেন। তারা ছাত্রদের রেজিস্টারে নাম স্বাক্ষর দিয়ে চলে যান।

শিক্ষার্থীরা আরও জানান, থানায় পুলিশ না থাকায় ভুক্তভোগী মানুষের অভিযোগ আমরাই নিচ্ছি। ছোটখাটো অভিযোগ হলে আমরা শিক্ষার্থীরা টিম গঠন করে তদন্তপূর্বক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আর জটিল অভিযোগ হলে সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেই। এখন বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে জমিদখল, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর, দোকান লুটপাট।

শুক্রবার প্রায় শতাধিক এবং শনিবার বেলা ৩টা পর্যন্ত ৫০টির বেশি অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৭ কেজি গাঁজা, ১শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তাছাড়া ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহণের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজা, হেরোইন ও ইয়াবা সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে।